সিরিয়ার ওপর থেকে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে দেখছে দামেস্ক সরকার। তাদের দাবি, এটি যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে সহায়ক হবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্র সরকারের দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছে। কারণ, এটি সাধারণ জনগণের ওপর চাপ সৃষ্টি করে।’ দামেস্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে।
ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর শুক্রবার যুক্তরাষ্ট্র এই বড় ধরনের নীতিগত পরিবর্তনকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে দেশটিতে পুনর্গঠন ও বিনিয়োগের পথ খুলে গেল। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখি, যা সিরিয়ার মানবিক ও অর্থনৈতিক দুর্ভোগ কমাতে সহায়ক হবে।’
সূত্র: এএফপি
এসজেড