অসিয়ত না করলেও বাবার বদলি হজ করা যায় কি না—এর বিষয়ে ইসলামী ফিকহে স্পষ্ট বিধান রয়েছে।
যদি কেউ নিজে হজ করার সামর্থ্য না রাখে বা বিশেষ কারণে নিজেই হজ করতে না পারে, তখন সে তার জীবিত পিতার বদলি (নিকাহ বা অনুমতি নিয়ে) হজ করতে পারে। এতে কোনও অসিয়ত (অবৈধ বাধ্যতামূলকতা) থাকা বাধ্যতামূলক নয়। পিতার পক্ষ থেকে অনুমতি বা ইচ্ছার উপস্থিতি প্রয়োজন।
তবে, শর্ত হলো—বদলি হজ করতে যাওয়া ব্যক্তির অবশ্যই হজের শর্ত ও নিয়মকানুন মেনে চলতে হবে এবং তার পক্ষ থেকে হজ আদায় করতে হবে। বদলি হজ করলেই বাবার জন্য ফযিলত ও সওয়াব লাভ হয়।
সুতরাং, অসিয়ত না করলেও বাবার বদলি হজ করা ইসলামী শরিয়তে বৈধ ও মাকরূহ নয়, তবে এটি করার জন্য বাবার সম্মতি থাকা জরুরি।
THEBGBD.COM/NA