ঢাকা | বঙ্গাব্দ

অনিশ্চয়তায় ম্যারাডোনার মৃত্যুর মামলা

ডিয়েগো ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর, ৬০ বছর বয়সে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
  • অনলাইন ডেস্ক | ২৭ মে, ২০২৫
অনিশ্চয়তায় ম্যারাডোনার মৃত্যুর মামলা ডিয়েগো ম্যারাডোনা

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে আর্জেন্টিনায় শুরু হওয়া সাত চিকিৎসা কর্মীর বিচার প্রক্রিয়া এখন মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়েছে। এক বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। 


আর্জেন্টিনার সান ইসিদ্রো থেকে এএফপি জাপনায়, মামলাটি গত সপ্তাহে স্থগিত করা হয়, যখন আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ তোলেন, বিচারক জুলিয়েটা ম্যাকিনটাচ মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন—যা তার বিচারিক দায়িত্বের লঙ্ঘন, প্রভাব খাটানো ও ঘুষ গ্রহণের শামিল হতে পারে। ম্যাকিনটাচ এই মামলায় নিযুক্ত তিন বিচারকের একজন। তাকে বাদ দেওয়া হলে সম্পূর্ণ বিচারপ্রক্রিয়াই বাতিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


মৃত্যু ও চিকিৎসকদের দায়


ডিয়েগো ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর, ৬০ বছর বয়সে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত সরানো হয়েছিল মাত্র দুই সপ্তাহ আগে। দীর্ঘদিন ধরে তিনি কোকেন ও অ্যালকোহল আসক্তিতে ভুগছিলেন। তার মৃত্যু হয় একটি ব্যক্তিগত বাসায়, যেখানে তিনি অত্যন্ত সীমিত চিকিৎসা সহায়তা নিয়ে বিশ্রামে ছিলেন। মামলাটি মূলত তার এই ‘বেহাল পুনরুদ্ধার ব্যবস্থাপনাকে’ কেন্দ্র করেই চলছে।


বিচারকের বিরুদ্ধে অভিযোগ


বিচারক ম্যাকিনটাচ সম্প্রতি এক প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন বলে জানা গেছে। যদিও তিনি নিজে অস্বীকার করেছেন, তিনি আদালতের শুনানি রেকর্ড করতে অনুমতি দিয়েছেন বা অংশ নিয়েছেন। তবে আর্জেন্টিনার বিভিন্ন মাধ্যমে সম্প্রতি প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিচার শুরুর আগের দিনই তাকে একটি ফিল্ম ইউনিটের সঙ্গে সাক্ষাৎকার দিতে দেখা যায়।


একজন প্রযোজক তাদের জবানবন্দিতে দাবি করেছেন,তারা ম্যাকিনটাচকে কেন্দ্র করে, ‘একজন নারী ও বিচারক হিসেবে’ একটি ডকুমেন্টারি বানাচ্ছিলেন, কিন্তু তা বিচারপ্রক্রিয়া নিয়ে ছিল না। তবে মামলার বাদীপক্ষের আইনজীবী ফার্নান্দো বার্লান্দো এ ব্যাখ্যা মানতে নারাজ। তিনি বলেন, ‘তিনি বিচারকের মতো নয়, বরং একজন অভিনেত্রীর মতো আচরণ করেছেন। এখন সবাই মনে করছে পুরো বিচারটাই প্রশ্নবিদ্ধ।’


মামলা পুনরায় শুরু হতে পারে


মঙ্গলবার বিচারপতি ম্যাকিনটাচের অপসারণের আবেদন করা হবে বলে আশা করা হচ্ছে। তাকে সরানো হলে—নতুন বিচারক নিযুক্ত করে কি আগের শুনানি চলতে পারবে, নাকি সম্পূর্ণ নতুন করে বিচার শুরু করতে হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। ম্যারাডোনার সাবেক সঙ্গী ভেরোনিকা ওজেদার আইনজীবী মারিও বাউদ্রি বলেন, ‘এই পরিস্থিতিতে সবচেয়ে স্বাস্থ্যকর সিদ্ধান্ত হবে—মামলাটি আবার শুরু করা।’


অভিযুক্তদের শাস্তির ঝুঁকি


এই মামলায় অভিযুক্ত সাত চিকিৎসা কর্মীর বিরুদ্ধে অভিযোগ হলো—‘মৃত্যুর সম্ভাবনা জেনেও অবহেলা’ করে এমন সিদ্ধান্ত গ্রহণ, যা আখেরে ‘হোমিসাইড উইথ পসিবল ইনটেন্ট’ হিসেবে গণ্য হতে পারে। দোষী সাব্যস্ত হলে তাদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।


মামলার শুনানিতে ম্যারাডোনার মেয়ে জিয়ানিনা বলেন, ‘আমার বাবাকে এক অন্ধকার, কুৎসিত ও নিঃসঙ্গ জায়গায় রাখা হয়। তার দেখভালের লোকজনরা টাকা নিয়েই বেশি আগ্রহী ছিল, তার সুস্থতা নিয়ে নয়।’এই মামলাকে ঘিরে এখন গোটা বিশ্বের নজর রয়েছে আর্জেন্টিনার বিচার ব্যবস্থার দিকে। বিচারপতি বদলের সিদ্ধান্ত মামলার গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। এখন অপেক্ষা মঙ্গলবারের শুনানির।


সূত্র: এএফপি


এসজেড