ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধের কবলে পড়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য। এতে দুই পারে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক।
বন্দর সূত্র জানায়, ভারতের উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গে আগামী ২০ মে অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচন।
এতে আগাম নিরাপত্তাজনিত কারণে পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার সাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের আন্তর্জাতিক রুট সিল করা প্রয়োজন।
এ জন্য ১৭ মে সন্ধ্যা ৬টা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধু মেডিকেল ভিসা ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন। এ সময় বন্ধ থাকবে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত।
এ ছাড়া বন্ধ রাখা হয়েছে ১৮ মে থেকে ২১ মে পর্যন্ত এ পথে আমদানি রফতানি বাণিজ্য এবং ২২ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি।
আমদানি- রফতানি বন্ধ হয়ে পড়ায় যেমন দুই পার বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক, তেমনি ঢুকতে না পেরে বিপাকে পড়েছেন ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসার পাসপোর্টধারীরা।
তবে মেডিকেল ভিসার পাসপোর্টধারী ও ভারতীয় ভোটার এমন নাগরিকদের যাতায়াতে কোনো বাঁধা নেই।
পাসপোর্টধারী যাত্রী বরিশালের রহমত জানান, ট্যুরিস্ট ভিসায় ভারতে যেতে বেনাপোল বন্দরে এসেছিলেন, কিন্তু ভারতে নির্বাচনের কারণে ট্যুরিস্ট ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে ঢুকতে দিচ্ছে না।
এ বিষয়ে ট্রাকচালক জমির উদ্দীন জানান, ৫ দিন বন্ধের কারণে বন্দরে আটকা পড়েছি। এতে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
বেনাপোল বন্দর আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, ভারতে নির্বাচন ও বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ রেখেছে ভারত সরকার। এতে তাদের অনেক পণ্যবাহী ট্রাক ওপারে আটকা পড়েছে।
বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের ইনচার্জ নাহিদুল ইসলাম নাহিদ জানান, ভারতীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ রয়েছে। তবে মেডিকেল ভিসা চালু আছে।
আগামী ২১ মে থেকে সবধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক এবং ২৩ মে থেকে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে।