আর মাত্র ১৪ দিন পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টে ফেভারিটের তকমা নিয়েই খেলতে যাচ্ছে আইসিসির টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। সেরা দল হিসেবে গণ্য হলেও বেশ লম্বা সময় ধরে বৈশ্বিক কোনো শিরোপা জিততে পারেনি টিম ইন্ডিয়া। শিরোপা খরা কাটাতে রোহিত শর্মাদের বেশ চাপ সামলাতে হবে বলেই মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।
২০১৩ সালের পর আইসিসি ইভেন্টের কোনো শিরোপা জিততে পারেনি ভারত। দুর্দান্ত খেললেও চাপ সামলাতে পারে না বলেই শিরোপা জয়ের মঞ্চে হতাশ হতে হয় ভারতকে, এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটর।
মিসবাহ জানান, 'ভারত, পাকিস্তানসহ এশিয়ার অন্যান্য দেশে বিশাল জনসংখ্যা এবং অনেক বেশি প্রত্যাশার কারণে দলগুলো চাপের মুখে পড়ে যায়। এত বেশি চাপ থাকে যে, তাদের পারফরম্যান্সের উপর প্রভাব ফেলে। গত কয়েকটি ইভেন্টে ভারতকে চাপের সঙ্গে লড়াই করতে হয়েছে। এজন্য সাফল্য নিয়ে তারা টুর্নামেন্ট শেষ করতে পারেনি।’
‘অস্ট্রেলিয়ার জন্য এটি বড় কোনো সমস্যা নয়। কিন্তু পাকিস্তান এবং ভারতের জন্য এ ধরনের চাপের মধ্যে খেলা চ্যালেঞ্জিং। ভবিষ্যতে কীভাবে এমন চাপ সামলাবে দলগুলো, সেটিই দেখার বিষয়। বিশেষত, ভারতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ । আইসিসি ইভেন্টে সফল হতে চাইলে ভারতকে চাপ সামলানোর পথ খুঁজে বের করতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১৯৮৩ সালে প্রথমবার আইসিসি ইভেন্টে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। এরপর ২০০৭ সালে প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপে বাজিমাত করে। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।
২০১১ সালে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর আইসিসির কোনো শিরোপা জিততে পারেনি ভারত।