ঢাকা | বঙ্গাব্দ

ভক্তদের বানানো তুফানের পোস্টারগুলোও ভাইরাল!

আলোচনার শীর্ষে রয়েছে আসন্ন কোরবানির ঈদে সুপারস্টার শাকিব খানের মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘তুফান’।
  • | ১৮ মে, ২০২৪
ভক্তদের বানানো তুফানের পোস্টারগুলোও ভাইরাল! সংগৃহীত

আলোচনার শীর্ষে রয়েছে আসন্ন কোরবানির ঈদে সুপারস্টার শাকিব খানের মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত এ ছবিতে শাকিব খানের ফার্স্ট লুক পোস্টার ও এক মিনিট কুড়ি সেকেন্ডের টিজার ঝলক প্রকাশের পর থেকে দুই বাংলার সিনেমাপ্রেমীদের প্রত্যাশার পারদ আরও বেড়ে গেছে।


এ কারণে শাকিব খান তুফান লিখে ফেসবুকে সার্চ করলে দেখা যাচ্ছে ট্রেন্ডিংয়ে আছে ‘তুফান মুভি শাকিব খান’! হইচই ফেলে দেয়া ‘তুফান’ টিজার প্রকাশের পর অনেকে শাকিবের ‘তুফান’ লুক দিয়ে ফ্যানমেড পোস্টার বানাচ্ছেন। সেগুলোও ভাইরাল হচ্ছে ফেসবুক-ইউটিউবের মাধ্যমে।


চারটি ফ্যানমেড পোস্টার সবচেয়ে বেশি ছড়িয়েছে। সেগুলোতে শাকিবকে দেখা যাচ্ছে অ্যাকশন অবতারে।


রায়হান রাফী নিজেও মুগ্ধ হয়ে পোস্টারগুলো শেয়ার করে তার ফেসবুকে লিখেছেন, চোখ আঁটকে গেছে ‘তুফান’র অসাধারণ এই ফ্যানমেড পোস্টারগুলো দেখে! যেসব পেইজ থেকে পোস্টারগুলো গ্রাফিক্স করে বানানো হয়েছে সেগুলো হচ্ছে জামি ভিজ্যুয়াল, ছোটন দত্ত, শাওন জিএফএক্স, খান সেভেন।


রায়হান রাফী ‘তুফান’ প্রসঙ্গে আগেই বলেছেন, নির্মাণে থাকছে সর্বাধুনিকতার ছোঁয়া। আরও থাকবে ভরপুর অ্যাকশন। যা বাংলাদেশের সিনেমার দর্শকরা বাংলা সিনেমায় আগে কখনও দেখেনি। কমার্শিয়ালি আমরা শুরুতে যা ভাবছি তার চেয়েও মনে হচ্ছে বেশি কিছু হবে। আমাদের বিশ্বাস ‘তুফান’ বাংলা সিনেমায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ‘তুফান’কে সিগনেচার হিসেবে দেখানো হবে যে এটা বাংলাদেশী ছবি!


নব্বই দশকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে তুফান নির্মাণ হচ্ছে। শাকিব ছাড়াও আছেন কলকাতার মিমি চক্রবর্তী, ঢাকার নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, গাউসুল আলম শাওন, গাজী রাকায়েত।  টিজারে বিশেষ চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে।


নির্মাতা জানিয়েছেন, ছবিটির শুটিং একেবারে শেষ দিকে। আলফা আই, চরকি এবং এসভিএফের প্রযোজনায় ‘তুফান’ বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ঈদুল আযহায়।