বিসিবির
নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রোববার (১ জুন) যুব
ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে
বৈঠক করেছেন। বৈঠকে তিনি জানান, আইসিসির
সঙ্গে বিসিবির কোনো ঝামেলা নেই
এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে
বিভিন্ন দিকনির্দেশনা থেকে তৈরি করা
চার্টার বাস্তবায়ন করা হবে।
বৈঠকের
পর এক সংবাদ সম্মেলনে
বুলবুল বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ
করা। উপদেষ্টার সঙ্গে আমাদের চিন্তাভাবনা একদম মিলে গেছে।
তিনি ফ্যাসিলিটি ডেভলপমেন্ট এবং বিভিন্ন ইভেন্ট
আয়োজনের মাধ্যমে শিক্ষামন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি বিভাগগুলোকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন,
যা আমাদের পরিকল্পনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’
নতুন চার্টার ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত আরও উজ্জ্বল করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
thebgbd.com/NIT