ইংলিশ প্রিমিয়ার লিগের ফাইনাল আজ বললে ভুল হবে না। আজ মৌসুমে লিগের শেষ অর্থাৎ ৩৮তম রাউন্ড শেষে জানা যাবে কে হবে ২০২৩-২৪ এর চ্যাম্পিয়ন।
শিরোপা জয়ের দৌঁড়ে এগিয়ে আছে দুটি দল। ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল। সিটি নিজেদের ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারালেই জিতবে শিরোপা। আর্সেনালের এভারটনকে হারাতে হবে আর সিটির নিজেদের ম্যাচে পয়েন্ট হারাতে হবে। তবেই জিতবে গানার্সরা।
লিগে এখন ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ম্যানসিটি। সমানসংখ্যক ম্যাচে ৮৬ পয়েন্ট আর্সেনালের। ৭৯ পয়েন্টের অধিকারী লিভারপুল শিরোপারেসেই নেই।
২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩; টানা তিনবার লিগ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। রোববার (১৯ মে) ওয়েস্ট হ্যাম ম্যাচের আগে তাদের সামনে টানা চতুর্থ লিগ জেতার সুযোগ। এবার শিরোপা জিতলে দশম ট্রফি ঘরে তুলবে সিটিজেনরা। আর ২০০২-০৪ মৌসুমের পর শিরোপাখরায় ভুগতে থাকা আর্সেনালের সামনে হাতছানি ১৪তম লিগ জেতার। যদিও আর্সেনালের শিরোপা জেতার সম্ভাবনাটা উড়িয়ে দিয়েছেন রোনালদো।
শনিবার সৌদি আরবের রিয়াদে তাইসন ফুরি ও অলেক্সান্ডার ইউসিকের মধ্যে হয়েছে হেভিওয়েট বক্সিং। সেই ম্যাচ দেখতে গিয়েই আর্সেনালের এক ভক্তের প্রশ্নের উত্তরে পর্তুগিজ তারকা বলেন, ‘আর্সেনাল লিগ জিততে পারবে না।’