চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ টন চোরাই বিটুমিনসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থানার দক্ষিণ নালাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই বিটুমিন পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আটক হওয়া অভিযুক্তরা হলেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার গোপাল চন্দ্র দের ছেলে সুমন চন্দ্র দে (৩৮) ও ভোলা সদর থানার সিরাজ ব্যাপারীর ছেলে মো. আব্দুল্লাহ ওরফে আজিজ (৪০)।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানায়, জব্দ হওয়া বিটুমিনের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। আটক হওয়া অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চোরাই বিটুমিন ক্রয় করে। এরপর অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।