ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়া তরুণ এখন ১১ হাজার কোটির মালিক

২০২১ সালে তিনি চালু করেন জেপ্টো। অনলাইনে গ্রোসারি ডেলিভারি দিতেন তিনি। অল্পদিনেই সাফল্য পেতে শুরু করেন। জেপ্টো দ্রুত উন্নতি করে।
  • | ১৯ মে, ২০২৪
বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়া তরুণ এখন ১১ হাজার কোটির মালিক আদিত পালিচা

একে তো বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়েছেন, তার ওপর বয়সও মাত্র ২১ বছর। কিন্তু এই বয়সেই একজন সফল উদ্যোক্তা হিসেবে বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন।

সেই তরুণ আদিত পালিচা ‘জেপ্টো’ নামক একটি গ্রোসারি পরিষেবার সিইও। প্রতিষ্ঠানটি প্রথম বছরে ৭ হাজার ৪০০ কোটি রুপি মূল্যে পৌঁছায়। আর ২০২৩ সালে কোম্পানিটির মূল্য দাঁড়ায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ১১ হাজার কোটি টাকার বেশি।

২০০১ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেন আদিত পালিচা। ১৭ বছর বয়সেই তিনি ‘গো-পুল’ নামের একটি অনলাইন ব্যবসা শুরু করেন। এরপর কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নেন। তেব করোনা মহামারির কারণে তার পরিকল্পনা সফল হয়নি। আদিত পালিচা আর ভর্তি হতে পারেননি। এরপর তিনি উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন।

আদিত পালিচা তার শৈশবের বন্ধু কৈবল্য ভোহরাকে নিয়ে প্রথমে কিরানাকার্ট শুরু করেন। দশ মাসের মাথায় ব্যবসাটি ব্যর্থ হয়। পরে ২০২১ সালে তিনি চালু করেন জেপ্টো। অনলাইনে গ্রোসারি ডেলিভারি দিতেন তিনি। অল্পদিনেই সাফল্য পেতে শুরু করেন। জেপ্টো দ্রুত উন্নতি করে। অল্প সময়ের মধ্যে তারা মিলিয়নিয়ার ক্লাবে পৌঁছে যায়।

আর এখন তো দুই বন্ধুর কোম্পানিটির মূল্য ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ১১ হাজার কোটি টাকার বেশি।

সূত্র: ডিএনএ