কিরগিজস্তানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে স্থানীয়রা। সোমবার (১৩ মে) মধ্যএশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিসকেকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিশরের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা এখনও জানা যায়নি।
কয়েকদিন পর শুক্রবার (১৭ মে) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ক্যাম্পাসে ঢুকে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা। এরপরই অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে সংঘাত।
বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় পড়ে থাকা ছাত্রদের মারধর চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকেও তাদের মারধর করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, একদল দুর্বৃত্ত ভারত ও পাকিস্তানের মেডিকেল শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। বিশেষ করে যারা দেশটির রাজধানী বিসকেকের হোস্টেলে থাকেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করা হয়।
ভাতীয় গণমাধ্যম নিউজ নাইনের প্রতিবেদনে দাবি করা হয়, কিরগিজস্তানে দুর্বৃত্তদের হামলায় নিহত চারজন পাকিস্তানি। যদিও বিষয়টি অস্বীকার করেছে কিরগিজস্তানে পাকিস্তান দূতাবাস।
প্রাথমিকভাবে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানানো হয়। তবে হামলার ঘটনায় দূতাবাসের কাছে বার বার সাহায্য চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ পাকিস্তানি শিক্ষার্থীদের।
একের পর এক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়গুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিরগিজস্তানে পড়াশোনা করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এ অবস্থায় নিজ নিজ দেশের শিক্ষার্থীদের সতর্কতার সাথে চলাফেরার নির্দেশ দিয়েছে ভারত ও পাকিস্তান।
বাংলাদেশি শিক্ষার্থীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দূতাবাসের
এদিকে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশটির বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী।
দেশটিতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রায় ১২০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। খবরে বলা হয়েছে, সরকারি মেডিকেলের শিক্ষার্থীরা নিরাপদে থাকলেও, বিপদে আছেন বেসরকারি মেডিকেলের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী। তারা একরকম গৃহবন্দি হয়ে রয়েছেন বলে জানিয়েছেন। অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের।
কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।
শনিবার (১৮ মে) দেওয়া এক বার্তায় উল্লেখ করা হয়, উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিসকেকের সাম্প্রতিক জনসহিংসতার ঘটনায় বর্তমানে সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছে। এ বিষয়ে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও দূতাবাস যোগাযোগ করছে।
কিরগিজ প্রজাতন্ত্রের প্রাসঙ্গিক কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, পরিস্থিতি আইন প্রয়োগকারী সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীদের এই মুহূর্তের জন্য বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই বিষয়ে যেকোনো সমস্যার জন্য দূতাবাসের সঙ্গে জরুরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: মো. নাজমুল আলম (মিনিস্টার) উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস যোগাযোগ: +৯৯৮৯৩০০০৯৭৮০