ঢাকা | বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে 'অপরিবর্তনীয় পরিণতি' ঘটবে: রেড ক্রস

  • অনলাইন ডেস্ক | ২২ জুন, ২০২৫
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে 'অপরিবর্তনীয় পরিণতি' ঘটবে: রেড ক্রস আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) প্রেসিডেন্ট মিরজানা স্পোলইয়ারিক

মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর হচ্ছে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) প্রেসিডেন্ট মিরজানা স্পোলইয়ারিক সতর্ক করেছেন, নতুন একটি যুদ্ধ গোটা অঞ্চলকে—and সম্ভবত বিশ্বকে—"অপরিবর্তনীয় পরিণতির" দিকে ঠেলে দিতে পারে।


শনিবার (২১ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান বাড়তে থাকলে তা পুরো অঞ্চল এবং বিশ্বকে এমন এক যুদ্ধে টেনে নিতে পারে, যার পরিণতি আর ফিরিয়ে আনা সম্ভব হবে না।”


তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মানবিক আইন মানা কোনো পছন্দ নয়—এটি একটি বাধ্যবাধকতা। সাধারণ মানুষকে যেকোনো মূল্যে সংঘাতের বাইরে রাখতে হবে।”


স্পোলইয়ারিক জানান, রেড ক্রস বর্তমানে ইরান ও ইসরায়েল—উভয় দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং বাড়তি চাহিদা মোকাবেলায় মানবিক সহায়তা পাঠানো এবং টিম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।


তবে তিনি জোর দিয়ে বলেন, “কোনো মানবিক উদ্যোগই সেই রাজনৈতিক সদিচ্ছার বিকল্প হতে পারে না, যার মাধ্যমে শান্তি, স্থিতিশীলতা ও মানবজীবনের গুরুত্বকে অগ্রাধিকার দেওয়া হয়।”


বিশ্লেষকরা মনে করছেন, রেড ক্রসের এই বিবৃতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি কড়া বার্তা—যুদ্ধ নয়, মানবিকতা এবং শান্তিই হোক সকল রাষ্ট্রের মূল অগ্রাধিকার।


thebgbd.com/NIT