ঢাকা | বঙ্গাব্দ

বাসিজের নগরভিত্তিক টহল

বিশেষ করে রাতে অতিরিক্ত নিরাপত্তার জন্য নগর এলাকায় টহল বাড়ানো হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৩ জুন, ২০২৫
বাসিজের নগরভিত্তিক টহল ইরানের আধা সামরিক বাহিনী বাসিজ।

যুদ্ধের দশম দিনে রোববার নিরাপত্তা নিশ্চিতে ইরানে নগর এলাকায় ইসলামি বিপ্লবী গার্ডের আধা-সামরিক বাহিনী বাসিজ ও অন্যান্য শক্তির টহল জোরদার করা হয়েছে।


তেহরান থেকে এএফপি জানায়, সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, বর্তমানে, বিশেষ করে রাতে অতিরিক্ত নিরাপত্তার জন্য নগর এলাকায় টহল বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে বাসিজ ও অন্যান্য  বাহিনীর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।


সূত্র: এএফপি


এসজেড