ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, তবে এতে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার উদ্ধৃতি দিয়ে ম্যানিলা থেকে এএফপি এ খবর জানায়। ইউএসজিএস জানায়, দাভাও দ্বীপ থেকে প্রায় ৩৭৪ কিলোমিটার পূর্বে অগভীর ভূমিকম্পটি আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি, ৬.৪ মাত্রার ভূমিকম্পের খবর জানিয়েছে, তবে এটি কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে জানায়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পের একটি চাপ।
তবে বেশিরভাগ ভূমিকম্প এত দুর্বল যে মানুষ তা অনুভব করতে পারে না, কিন্তু শক্তিশালী এবং ধ্বংসাত্মক ভূমিকম্পগুলো হঠাৎ করেই আসে। কখন ও কোথায় আঘাত হানতে পারে তার পূর্বাভাস জানানোর কোনো প্রযুক্তি নেই। দেশের সর্বশেষ বড় ভূমিকম্পটি হয় ২০২২ সালের জুলাই মাসে। ৭ মাত্রার ওই ভূমিকম্পটি উত্তরাঞ্চলীয় আবরা প্রদেশে ভূমিধস ও ভূমি ফাটল সৃষ্টি করলে এতে কমপক্ষে ১১ জনের প্রাণহানি ও ৬০৯ জন আহত হয়।
সূত্র: এএফপি
এসজেড