ঢাকা | বঙ্গাব্দ

পেছালো ডিপজল-মিশা কমিটির বিরুদ্ধে করা রিট শুনানি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।
  • | ১৯ মে, ২০২৪
পেছালো ডিপজল-মিশা কমিটির বিরুদ্ধে করা রিট শুনানি সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট আবেদন করেন। নিপুণ দেশে না থাকায় ডিপজল-মিশা কমিটির বিরুদ্ধে করা রিট শুনানির তারিখ পেছানো হয়েছে।


আজ রোববার (১৯ মে) নিপুণের আইনজীবী পলাশ আদালতে দাবি করেন, শিল্পী সমিতির নির্বাচনে অবৈধ টাকার খেলা হয়েছে। তাই এই কমিটির বিরুদ্ধে রিট করা হয়েছে। তবে নিপুণ দেশে না থাকায় ডিপজল-মিশা কমিটির বিরুদ্ধে করা রিট শুনানির তারিখ পেছানো হয়েছে বলেও জানান তিনি। 


বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন নিপুণ। সেখান থেকেই দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি। রিটের বিষয়ে জানতে চাইলে চ্যানেল 24-এর সঙ্গে কথা বললেন এ নায়িকা। তিনি বলেন, বিষয়টি যেহেতু আদালতে উঠেছে, সেখানেই দেখা যাবে এটা নাটকীয় না রিয়েলিটি।


গত ১৯ এপ্রিল সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সেক্রেটারি পদে হেরেছেন নায়িকা নিপুণ আক্তার। তিনি ডিপজলের কাছে ১৬ ভোটে পরাজিত হয়েছেন।

ভোটের ফলাফলও মেনে নিয়েছিলেন নিপুণ এমনকি ফলাফল ঘোষণার সময় নব নির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন।