ঢাকা | বঙ্গাব্দ

‘বিএনপি সংস্কার মানে না’—এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: মির্জা ফখরুল

গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি সংস্কার মানে না’—এমন বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা সত্য নয়।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ জুলাই, ২০২৫
‘বিএনপি সংস্কার মানে না’—এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত।

গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি সংস্কার মানে না’—এমন বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা সত্য নয়।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানটি আয়োজন করা হয় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গত ১৬ বছরে গুম, বিচারবহির্ভূত হত্যা এবং আন্দোলনে নিহতদের স্মরণে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, বিভাজনের রাজনীতি নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদ রুখে দিয়ে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। বক্তব্য রাখেন আন্দালিব রহমান পার্থ, সাকি, সাইফুল হক ও মাহমুদুর রহমান মান্নার মতো রাজনৈতিক নেতারা।

বিএনপিকে প্রতিপক্ষ মনে করে জাতির মধ্যে বিভেদ তৈরি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান।

গণতন্ত্রে বিশ্বাসী দল হিসেবে নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক পরিবর্তন চায় বিএনপি—জানান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, ‘স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নেও বিএনপি কোনো আপস করবে না।’

thebgbd.com/NA