ঢাকা | বঙ্গাব্দ

রাইসিকে উদ্ধারে পায়ে হেঁটে যাচ্ছেন উদ্ধারকারীরা

যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারীরা এখন পায়ে হেঁটে যাচ্ছেন। জায়গাটি এতটাই দুর্গম যে সেখানে পৌঁছাতে উদ্ধারকারীদের কয়েক ঘণ্টা সময় লাগছে।
  • | ১৯ মে, ২০২৪
রাইসিকে উদ্ধারে পায়ে হেঁটে যাচ্ছেন উদ্ধারকারীরা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি একটি পাহাড়ি ও ঘন বন জঙ্গল সমৃদ্ধ অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। ওই সময় এতে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।

যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারীরা এখন পায়ে হেঁটে যাচ্ছেন। জায়গাটি এতটাই দুর্গম যে সেখানে পৌঁছাতে উদ্ধারকারীদের কয়েক ঘণ্টা সময় লাগছে।

ইরানের একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম উদ্ধারকারীদের পায়ে হেঁটে যাওয়ার ব্যাপারে বলেছে, ওই স্থানে ইতিমধ্যে অন্ধকার নেমে এসেছে। এছাড়া সেখানে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। উদ্ধারকারীরা সেখানে গাড়ি দিয়ে যাচ্ছেন না। কারণ অঞ্চলটির রাস্তাঘাঁট ভালো নয়। এছাড়া বৃষ্টির কারণে মাটিতে কাঁদার সৃষ্টি হয়েছে।

আজ আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা হেলিকপ্টারে করে তাবরিজে আসছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে।

ইরানি বার্তাসংস্থা ইরনা নিউজ জানিয়েছে, সেখানকার স্থানীয় মানুষজন জানিয়েছেন, তারা প্রচণ্ড জোরে কিছু আছড়ে পড়ার শব্দ শুনতে পেয়েছেন।

প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তথ্য জানার পরই ঘটনাস্থলে কমান্ডো বাহিনী ও উদ্ধারকারীদের পাঠানো হয়।

সূত্র: আল জাজিরা