নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের বিবি খোদেজা হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশির ঘটনায় আকরাম হোসেন এক স্টাফ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় বিজ্ঞান বিভাগ অনুষদের ডিন অধ্যাপক মহিনউজ্জামানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত (৭) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি।
এদিকে ঐ হলের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ও বিচার দাবি করছেন। শিক্ষার্থীরা জানান, মেয়েদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি করা অত্যান্ত দুঃখজনক। ইতোপূর্বেও এ জাতীয় তল্লাশির নামে হয়রানি করেছে ছাত্রীদের। যেহেতু মেয়েদের প্রাইভেসি থাকে না এবং হলের জিনিসপত্র নষ্ট করেছে। প্রভোস্টের উপস্থিতিতে তলাশি করা দুঃখজনক। আমরা নারীদের হলে পুরুষ স্টাফ আর দেখতে চাই না।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রভোস্ট তাসনিম আলম জানান, মূল ঘটনা জানার পর বিস্তারিত বলা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. হানিফ মুরাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ঐ হলের আকরাম নামে এক স্টাফকে প্রত্যহার করে নেওয়া হয়েছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
thebgbd.com/NA