ঢাকা | বঙ্গাব্দ

কুয়েতে প্রবাসীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | ০৩ জুলাই, ২০২৫
কুয়েতে প্রবাসীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার ফাইল ছবি

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় প্রবাসী শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে হাতেনাতে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ব্যক্তি প্রবাসীদের ভয়ভীতি ও হয়রানি না করার বিনিময়ে অর্থ আদায়ের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


তদন্ত সংস্থার ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্তরা প্রবাসীদের দুর্বল অবস্থানকে কাজে লাগিয়ে ফুটপাতের বাজারে কাজ করা বিক্রেতাদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করছিল। বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী কৌশলগতভাবে অভিযান পরিচালনা করে এবং এক চাঁদাবাজকে চেষ্টার সময় গ্রেপ্তার করে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ সমাজের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে।


thebgbd.com/NIT