শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৭৭ রানের বড় পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ভালো শুরু করলেও ইনিংসের মাঝপথে হঠাৎ ধসে পড়ে টাইগাররা।
দলীয় ৯৯ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রান আউট হয়ে ফেরার পর মাত্র ৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর আর সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দল, যা পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিন্ন অভিজ্ঞতার কথা শোনান পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, “ক্রিকেট যে কতটা অনিশ্চিত, আজকের ম্যাচ সেটাই মনে করিয়ে দিল। আমরা ভালো মুডে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম—হঠাৎ দেখি পাঁচ উইকেট পড়ে গেছে।”
তিনি জানান, “এক ওভারে দুজন সেট ব্যাটার আউট হওয়ায় কিছুটা প্যানিক তৈরি হয়। চাপের মধ্যে অপ্রত্যাশিত কিছু আউট হয়েছে, যেভাবে ব্যাটাররা ফিরে গেছে সেটা হতাশাজনক। আমরা এতটা বাজে দল নই।”
তাসকিন আশাবাদ জানিয়ে বলেন, “সবার সামর্থ্য আছে। এমন ধসের জন্যই হেরে গেলাম, তবে সামনে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব। প্রতিদিন কঠোর পরিশ্রম করছি, স্বপ্ন ছাড়া এগোনো যায় না। বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া রাখবেন।”
thebgbd.com/NA