রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পছন্দের প্রার্থীর জন্য ভোট চাইতে না যাওয়ায় শান্ত মিয়া (৩৮) নামে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ফুফাত ও চাচাত ভাইদের বিরুদ্ধে।
রোববার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শান্ত মিয়াকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বারমল্লিকা গ্রামের মনছের মিয়ার ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন শান্ত মিয়া সংবাদমাধ্যম কে বলেন, ‘আমার ফুপাত ভাই মগবুল মন্ডল এবং আপন চাচাত ভাই ফারুক মিয়া, বাবু মিয়া ও মাহফুজ মিয়া বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল প্রতীকে প্রচারণা করছেন।
নির্বাচনী প্রচার-প্রচারণার শুরু থেকেই তারা আমাকে মোটরসাইকেল প্রতীকের মিছিল-মিটিংয়ে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। শনিবার (১৮ মে) সকালে তারা আমার ছেলে আসিফকে তাদের সঙ্গে ভোট চাইতে যেতে বলেন। আমার ছেলে তাদের সঙ্গে ভোট চাইতে না গেলে আমার ছেলেকে তারা মারধর করেন।
শান্ত মিয়া আরও বলেন, ‘রোববার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে ভাই ওহিদ মিয়ার দোকানে বসে ছিলাম। এ সময় মগবুল, ফারুক, বাবু ও মাহফুজ এসে আমাকে আবারও তাদের সঙ্গে মোটরসাইকেল প্রতীকের জন্য ভোট চাইতে যেতে বলেন।
আমি এতে রাজি না হলে তারা বাঁশের লাঠি দিয়ে আমার বুক, হাত, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। চিৎকার শুনে আমার স্ত্রী আরজিনা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা দৌড়ে এসে উদ্ধার করে। পরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে তারা।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।