ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লার মুরাদনগরের ঘটনায় যা জানালো র‍্যাব

  • নিজস্ব প্রতিবেদক | ০৪ জুলাই, ২০২৫
কুমিল্লার মুরাদনগরের ঘটনায় যা জানালো র‍্যাব ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


শুক্রবার (৪ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।


তিনি বলেন, শাহ পরান ও তার ভাই ফজর আলীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জেরে এ নৃশংস ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে তারা ভুক্তভোগী নারীকে উত্যক্ত করে আসছিল। ফজর আলীর ওপর প্রতিশোধ নিতে শাহ পরান পরিকল্পিতভাবে নারীটিকে সংঘবদ্ধভাবে যৌন হেনস্থা করে এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।


র‌্যাব জানায়, ইমো বার্তার মাধ্যমে শাহ পরান স্থানীয় লোকজনকে উস্কে দিয়ে ঘটনার দিন মব তৈরি করেন এবং নারী নির্যাতনের এই ঘটনাটি সংঘটিত করেন।


thebgbd.com/NIT