ঢাকা | বঙ্গাব্দ

শুক্রবারই শুল্ক জানিয়ে চিঠি

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে একের পর এক বাণিজ্য চুক্তি ঘোষণা করা হতে পারে।
  • অনলাইন ডেস্ক | ০৪ জুলাই, ২০২৫
শুক্রবারই শুল্ক জানিয়ে চিঠি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাণিজ্য অংশীদারদের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার কী হবে, তা জানিয়ে শুক্রবার থেকেই চিঠি পাঠানো শুরু করার পরিকল্পনা করছেন তিনি। কারণ উচ্চ শুল্ক এড়াতে আলোচনাগুলো এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার পরিকল্পনা হল, প্রতিটি দেশকে চিঠি পাঠিয়ে জানানো যে তারা কী শুল্ক দেবে। এতে জিনিসটা অনেক সহজ হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা কিছু চিঠি পাঠাতে যাচ্ছি, সম্ভবত আগামীকাল (শুক্রবার) থেকেই।’ তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত অনেক দেশের ওপর কাস্টমাইজড (বিশেষভাবে নির্ধারিত) শুল্ক কার্যকর হওয়ার সময় ঘনিয়ে এসেছে।


এই শুল্কের ঘোষণা প্রথম আসে এপ্রিলে, যখন ট্রাম্প প্রায় সব বাণিজ্য অংশীদারদের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন এবং নির্দিষ্ট কয়েকটি দেশের ক্ষেত্রে তা আরও বাড়ানোর পরিকল্পনা করেন। তবে তখন এই উচ্চ হারের শুল্ক ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয় যাতে আলোচনা চলতে পারে। এখন সেই সময়সীমা দ্রুত এগিয়ে আসছে এবং অনেক দেশ চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে। যাতে তারা অতিরিক্ত শুল্ক এড়াতে পারে।


এদিকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে একের পর এক বাণিজ্য চুক্তি ঘোষণা করা হতে পারে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি প্রকাশ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর সাময়িকভাবে কিছু উচ্চ শুল্ক কমাতে রাজি হয়েছে। জুলাইয়ে শুল্ক বৃদ্ধির নির্ধারিত সময় ঘনিয়ে আসার মধ্যে ট্রাম্প একাধিকবার বলেছেন, বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের শুল্ক হার জানিয়ে তিনি চিঠি পাঠাবেন। 


সূত্র: এএফপি 


এসজেড