ঢাকা | বঙ্গাব্দ

নাহিয়ান-লাপিদ বৈঠক

২০২০ সালে যুক্তরাষ্ট্র-সমর্থিত আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত।
  • অনলাইন ডেস্ক | ০৪ জুলাই, ২০২৫
নাহিয়ান-লাপিদ বৈঠক আল নাহিয়ান ও ইয়াইর লাপিদ।

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ শুক্রবার জানিয়েছেন, তিনি আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন এবং গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।


২০২০ সালে যুক্তরাষ্ট্র-সমর্থিত আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত। ওয়াশিংটনের সঙ্গে আবুধাবির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলমান গাজা যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে।


জেরুজালেম থেকে এএফপি জানায়, লাপিদ বৃহস্পতিবার রাতে এক্স (সাবেক টুইটার)-এ একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমার বন্ধু, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবিজেড-এর সঙ্গে গতরাতে আবুধাবিতে। আমরা আঞ্চলিক পরিস্থিতি এবং গাজা ইস্যুতে একটি চুক্তি ও জিম্মিদের মুক্তির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছি।’


আমিরাতের সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম বৈঠকের সত্যতা নিশ্চিত করেছে। তবে লাপিদের দাবি অনুযায়ী আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করেনি সংস্থাটি। ডব্লিউএএম জানায়, লাপিদ ও শেখ আবদুল্লাহ দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাও অন্তর্ভুক্ত ছিল।


এক্স-এ লাপিদ স্কাই নিউজ আরাবিয়ার একটি সাক্ষাৎকার উদ্ধৃত করে লেখেন, ‘প্রভাবশালী প্রতিটি আরব দেশ, এই অঞ্চলের প্রতিটি রাষ্ট্রের উচিত হামাসকে যুদ্ধবিরতির চুক্তি গ্রহণে বাধ্য করতে সর্বাত্মক চেষ্টা করা। এটি গাজার জনগণের জন্য মঙ্গলজনক, ইসরায়েলিদের জন্য মঙ্গলজনক, জিম্মিদের জন্য মঙ্গলজনক এবং গোটা অঞ্চলের জন্যই ভালো।’


সূত্র: এএফপি


এসজেড