ঢাকা | বঙ্গাব্দ

এক থাপ্পড় মেরে সাত থাপ্পড় খেলেন পুলিশ কর্মকর্তা

  • নিজস্ব প্রতিবেদক | ০৫ জুলাই, ২০২৫
এক থাপ্পড় মেরে সাত থাপ্পড় খেলেন পুলিশ কর্মকর্তা ফাইল ছবি

ভারতের বিহারে পেট্রল পাম্পের এক কর্মীকে থাপ্পড় মেরে জবাবে সাত থাপ্পড় খেয়েছেন এক পুলিশ কর্মকর্তা। সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই পুলিশ কর্মকর্তা পেট্রল পাম্পে গিয়ে ১২০ রুপির পেট্রল চান। কিন্তু পাম্পের কর্মী ভুলে তাকে ৭২০ রুপির পেট্রল দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই কর্মীকে থাপ্পড় মারেন।


তবে বিষয়টিকে ভালোভাবে নেননি পাম্পটির ম্যানেজার ও অপর এক কর্মী। তারা থাপ্পড়ের জবাবে ওই পুলিশ কর্মকর্তাকেও হাতে ধরে রেখে থাপ্পড় মারতে থাকেন। একে একে তার গালে তারা বসিয়ে দেন সাতটি থাপ্পড়।


এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।


thebgbd.com/NIT