ঢাকা | বঙ্গাব্দ

গাজায় হামলা, নিহত ২০

গাজার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন এবং অন্য একটি স্কুলে আরও এক হামলায় তিনজন নিহত হয়েছেন।
  • | ০৫ জুলাই, ২০২৫
গাজায় হামলা, নিহত ২০ বিধ্বস্ত গাজা।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।


গাজা শহর থেকে এএফপি জানায়, বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা শহরের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। গৃহহারাদের আশ্রয় নেওয়া অন্য একটি স্কুলে আরও এক হামলায় তিনজন নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।


গাজায় গণমাধ্যম নিয়ন্ত্রণ ও বহু এলাকায় প্রবেশ করতে না পারার কারণে এএফপি স্বাধীনভাবে নিহতের সংখ্যা বা ঘটনার বিশদ যাচাই করতে পারেনি।


সূত্র: এএফপি


এসজেড