ঢাকা | বঙ্গাব্দ

সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করতে চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ জুলাই, ২০২৫
সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করতে চক্রান্ত চলছে: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশগ্রহণ করা সত্ত্বেও নতুন নতুন প্রস্তাব এনে সংস্কার প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে।


রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, “কয়েকজন ব্যক্তি ও গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালালেই জনগণ তা বিশ্বাস করবে—এই ধারণা ভুল। শহুরে কিছু মানুষ দেশের পুরো জনগণ নয়।”


তিনি জানান, বিএনপি ছয়টি সংস্কার কমিশনের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং বহু প্রস্তাবে একমত হয়েছে, এমনকি অনেক ক্ষেত্রে ছাড়ও দিয়েছে। ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি যুক্তিসঙ্গত মতামত ও তথ্য-প্রমাণসহ আলোচনায় অংশ নিচ্ছে।


তিনি আরও বলেন, “রাষ্ট্রের নির্বাচিত সংসদ ও সরকারকে দুর্বল করার যে কোনো উদ্যোগের আমরা যুক্তিসঙ্গত বিরোধিতা করছি, কারণ তা সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী।”


সংস্কার কমিশনগুলোর অগ্রগতির বিষয়ে তিনি জানান—


দুদক সংস্কার কমিশনে ৪৭টি সুপারিশের মধ্যে ৪৬টিতে বিএনপি একমত।


জনপ্রশাসন সংস্কারে ২০৮টি প্রস্তাবের মধ্যে ১৮৭টিতে একমত, ৫টিতে আংশিক, ১১টিতে মতভেদ রয়েছে।


বিচার বিভাগীয় সংস্কারে ৮৯টি সুপারিশের মধ্যে ৭১টিতে পূর্ণ বা আংশিক একমত, ১৮টিতে যুক্তিসহ ভিন্নমত।


নির্বাচনী ব্যবস্থায় ২৪৩টি সুপারিশের মধ্যে 219টিতে একমত বা আংশিক একমত, ২৪টিতে মতবিরোধ।


সংবিধান সংস্কারে ১৩১টি সুপারিশের বেশিরভাগেই সম্মতি; এমনকি প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ ও প্রধান বিচারপতি নিয়োগে ছাড় দিয়েছে বিএনপি।


মির্জা ফখরুল বলেন, “তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনীর প্রস্তাবে বিএনপি একমত হয়েছে।”


তিনি অভিযোগ করেন, “নিত্যনতুন এমন সব প্রস্তাব উত্থাপন করা হচ্ছে যা বড় ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু এসব বিষয়ে জনগণের মতামত বা অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে না।”


শেষে তিনি বলেন, “দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ঐতিহাসিক দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। স্বৈরাচার ও ফ্যাসিবাদ প্রতিরোধে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করবো।”



thebgbd.com/NA