ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর সেমিফাইনালের সূচি চূড়ান্ত হয়েছে। চার দেশের চার ক্লাব—চেলসি, রিয়াল মাদ্রিদ, পিএসজি এবং ফ্লুমিনেন্স—শেষ চারে জায়গা করে নিয়েছে। এরই মধ্যে ম্যাচের টিকিট মূল্যে এসেছে চমকপ্রদ ছাড়, যা ফুটবল ভক্তদের জন্য বড় সুখবর।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসি ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ১টায়। এই ম্যাচের টিকিটের পূর্বমূল্য ছিল ৪৭৩.৯০ ডলার, যা কমিয়ে এখন মাত্র ১৩.৪০ ডলারে নামিয়ে আনা হয়েছে।
ফিফা এবার টুর্নামেন্টজুড়ে ‘ডাইনামিক প্রাইসিং’ কৌশল অনুসরণ করছে, যেখানে দর্শকসংখ্যা ও চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম পরিবর্তিত হচ্ছে।
তবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি ম্যাচে টিকিটের দাম কমেনি। রিয়াল মাদ্রিদের বিপুল দর্শকসংখ্যা টানার ইতিহাস থাকায় এই হাইভোল্টেজ ম্যাচের টিকিটের মূল্য শুরু হচ্ছে ১৯৯.৬০ ডলার থেকে।
এর আগে কোয়ার্টার ফাইনালেও ফিফা টিকিটে ছাড় দিয়েছিল। ফ্লুমিনেন্স-আল হিলাল (অরল্যান্ডো) এবং চেলসি-পালমেইরাস (ফিলাডেলফিয়া) ম্যাচের টিকিটও পাওয়া গিয়েছিল মাত্র ১১.১৫ ডলারে।
thebgbd.com/NA