ঢাকা | বঙ্গাব্দ

তেহরানে আবারও চালু সুইস দূতাবাস

দূতাবাস প্রধান নাদিন অলিভিয়েরি লোজানো এবং একটি ছোট টিম শনিবার আজারবাইজান হয়ে স্থলপথে তেহরানে ফিরে গেছেন।
  • অনলাইন ডেস্ক | ০৬ জুলাই, ২০২৫
তেহরানে আবারও চালু সুইস দূতাবাস জুন মাসের যুদ্ধের সময় দূতাবাস বন্ধ করা হয়।

সুইজারল্যান্ড রোববার ঘোষণা করেছে, তারা ইরানের রাজধানী তেহরানে তাদের দূতাবাস পুনরায় খুলেছে। জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের মধ্যে এটি সাময়িকভাবে বন্ধ করা হয়। একই সঙ্গে দেশটি আবারও ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্ব পালন শুরু করেছে।


জেনেভা থেকে এএফপি জানায়, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০ জুন দেশে অনিশ্চিত পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ করা তেহরান দূতাবাস রোববার থেকে পুনরায় চালু হয়েছে।’ দূতাবাস প্রধান নাদিন অলিভিয়েরি লোজানো এবং একটি ছোট টিম শনিবার আজারবাইজান হয়ে স্থলপথে তেহরানে ফিরে গেছেন। ধীরে ধীরে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।


বিবৃতিতে আরও বলা হয়, ‘সুইজারল্যান্ড এখন তেহরানে ফেরত আসায়, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় তাদের দায়িত্ব পালনের অবস্থানে আবার ফিরে এসেছে।’ ১৯৮০ সাল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক বা কনস্যুলার সম্পর্ক না থাকায় তেহরানে সুইস দূতাবাসের মাধ্যমে ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে আসছে সুইজারল্যান্ড।


এপ্রিল ১২ থেকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল জুন ১৫-এ, ওমানের মধ্যস্থতায়। কিন্তু এর আগে ইসরায়েলের হামলায় যুদ্ধ শুরু হওয়ায় বৈঠকটি বাতিল হয়।


সূত্র: এএফপি


এসজেড