জাতীয় ঐকমত্য কমিশন কাউকে কিছু চাপিয়ে দেবে না—এ কথা জানিয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “অনেক বিষয়ে ঐকমত্য সম্ভব নয় জেনেই আমরা কিছু বিষয় বাদ দিয়ে এগোচ্ছি।”
সোমবার (৭ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বৈঠকের দশম দিনে এ কথা বলেন তিনি। সকাল সাড়ে ১১টার দিকে বৈঠক শুরু হয়।
আলী রীয়াজ বলেন, “কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকবেই। তারপরও যতটা সম্ভব ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সময়ও কম—তাই দলগুলোর কাছ থেকে দ্রুত সহযোগিতা চাই।”
thebgbd.com/NIT