ঢাকা | বঙ্গাব্দ

সীমান্ত থেকে অর্ধকোটি টাকার মালামাল আটক বিজিবির

ফেনীর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ জুলাই, ২০২৫
সীমান্ত থেকে অর্ধকোটি টাকার মালামাল আটক বিজিবির ছবি : সংগৃহীত।

ফেনীর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (৭ জুলাই) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) টহল দল ছাগলনাইয়া, ফুলগাজী ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, আতশবাজি, বিস্কুট, বিভিন্ন প্রকার ওষুধ ও হেয়ার অয়েল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ ১৭ হাজার ২২০ টাকা।

৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

thebgbd.com/NA