ঢাকা | বঙ্গাব্দ

স্কোয়াডে ফুটবলার বাড়াল ব্রাজিল, বাদ পড়লেন এডারসন

২৬ জনের বর্ধিত স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন একজন করে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরোয়ার্ড।
  • | ২০ মে, ২০২৪
স্কোয়াডে ফুটবলার বাড়াল ব্রাজিল, বাদ পড়লেন এডারসন কোপার ব্রাজিল স্কোয়াডে নেই এডারসন



কোপা আমেরিকার জন্য শুরুতে ২৩ সদস্যর দল ঘোষণা করে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। পরে আয়োজক কমিটি স্কোয়াডে ফুটবলার ২৩ থেকে বাড়িয়ে ২৬ করে। সেই অনুযায়ী, ব্রাজিল কোচও নতুন করে দলে ডেকেছেন চার ফুটবলার। চোটের কারণে এডারসন ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে ঢুকেছেন সাও পাওলোর গোলরক্ষক রাফায়েল। 


২৬ জনের বর্ধিত স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন একজন করে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরোয়ার্ড। প্রথমবার স্কোয়াডে জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমারকে না রাখলেও এবার তাকে ডেকেছেন দরিভাল। এছাড়া মিডফিল্ডার হিসেবে আতালান্টায় খেলা এডারসন এবং ফরোয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে। 


দলের নতুন তিনজনের নাম ঘোষণা করে কোচ দরিভাল বলেন, ‘যখনই ডাকা হোক না কেন, দলে থাকা সকল খেলোয়াড়কে মূল একাদশে জায়গা করে নিতে একই রকমের শর্ত এবং প্রতিযোগিতা পার করেই আসতে হবে।’ 


এর আগে, চলতি মাসের শুরুতে কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে লাতিন জায়ান্ট ব্রাজিল। কোচ দরিভাল এই দলে রাখেন বড় চমক। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে ছাড়াই ঘোষণা করা হয় ২৩ জনের দল। এছাড়া কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই টটেনহামের রিচার্লিসন, আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস, মাতিয়াস কুনিয়াদের মতো ফুটবলাররা। 


কোপার আগে ৮ জুন মেক্সিকো এবং ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটিকে কোপার জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে দরিভালের দলটি। এরপর কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওরা ২৪ জুন কোস্টারিকার মোকাবিলা করবে। এরপর ২৮ জুন প্যারাগুয়ে এবং ২ জুলাই তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।