ঢাকা | বঙ্গাব্দ

হামাস যুদ্ধবিরতি চায়

হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তারা আলোচনা করতে চায় এবং তারা যুদ্ধবিরতিতে রাজি’।
  • অনলাইন ডেস্ক | ০৮ জুলাই, ২০২৫
হামাস যুদ্ধবিরতি চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তার আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেছেন, হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি। তিনি গাজা যুদ্ধের অবসান ঘটাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তারা আলোচনা করতে চায় এবং তারা যুদ্ধবিরতিতে রাজি’। ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ আলোচনাকে ব্যাহত করবে কি না। এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


সূত্র: এএফপি


এসজেড