রাইসিসহ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত সব আরোহীর মরদেহ উদ্ধার
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হওয়ার সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান। খবর ইরাকি নিউজের।
প্রতিবেদনে ইরাকি নিউজ জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কুলিভান্দ রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, হেলিকপ্টারে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
সবশেষ তিনি জানিয়েছেন, নিহতদের মরদেহ স্থানীয় তাবরিজ প্রশাসনের কাছে স্থানান্তরের প্রক্রিয়াধীন ছিল।
এর আগে রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা ইরানের কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।