ঢাকা | বঙ্গাব্দ

আমার যেমন কথা বলার স্বাধীনতা থাকা উচিত, তেমনি তোমারও: মির্জা ফখরুল

বাংলাদেশে গণতন্ত্র চর্চার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ জুলাই, ২০২৫
আমার যেমন কথা বলার স্বাধীনতা থাকা উচিত, তেমনি তোমারও: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত।

বাংলাদেশে গণতন্ত্র চর্চার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “অনেকে বলেন এখানে কিছু হবে না—এটা সঠিক নয়। আমি অত্যন্ত আশাবাদী। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।”


তিনি বলেন, “তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। আমরা বিশ্বাস করি, আমার যেমন কথা বলার স্বাধীনতা থাকা উচিত, তেমনি তোমারও থাকা উচিত। এটাই একটি উপযুক্ত ডেমোক্রেসি।”


মঙ্গলবার বাংলা একাডেমিতে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ।


মির্জা ফখরুল বলেন, “দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয়নি। পাকিস্তান আমল থেকেই এই অঞ্চলে গণতন্ত্রের যথাযথ অনুশীলন হয়নি। স্বল্প সময় কিছুটা চর্চা হলেও পরবর্তীতে তা থেকে দূরে সরে গেছি।”


তিনি জানান, একটি জরিপে দেখা গেছে, মাত্র ১.৮৭ শতাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী—এমন তথ্য দেখে সকালে তার মন খারাপ হয়ে যায়। তবে অনুষ্ঠানে এসে তরুণদের অংশগ্রহণ দেখে তিনি আশাবাদী হয়েছেন। তিনি বলেন, “আমাদের তরুণরা আরও বেশি যোগ্য, তারা দেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারবে।”


thebgbd.com/NA