ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর নেই। হেলিকপ্টার দুর্ঘটনায় সঙ্গী-সাথীসহ প্রাণ হারিয়েছেন তিনি। এদিকে, তার মৃত্যুর খবর নিশ্চিত হতেই দেশটির অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবারের নাম অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
আজ সোমবার (২০ মে) থেকে দুই মাস এ দায়িত্ব পালন করবেন তিনি।
হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানেরও মৃত্যু হয়েছে। তার জায়গায় দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলি বাঘেরি কানি।
হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি, আব্দুল্লাহিয়ানের মৃত্যুর পর মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করে দেশটির মন্ত্রিসভা। নির্বাহী, সংসদ ও বিচার, এই সরকারের তিন বিভাগের এক বৈঠকের পর ঘোষণাটি আসে।
২০২১ সালের নির্বাচনে রাইসি ক্ষমতায় আসার পর মোখবারকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৬৮ বছর বয়সী এই কূটনীতিক সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ বলে পরিচিত।