বাংলাদেশে নিযুক্ত বেলারুশের নয়াদিল্লি-ভিত্তিক অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাস্কোকে ঢাকায় একটি পূর্ণাঙ্গ দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। তিনি বলেন, ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের মধ্যে কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যসহ নানা খাতে সহযোগিতা ক্রমাগত বাড়ছে। বেলারুশ থেকে বাংলাদেশে বিশেষ করে সার আমদানির পরিমাণ অনেক।
তিনি বলেন, ঢাকায় শুধু একটি অনারারি কনস্যুলেট থাকায় ভিসা ও কনস্যুলার সেবায় দীর্ঘসূত্রিতা ও জনভোগান্তি দেখা দেয়। তাই একটি পূর্ণাঙ্গ দূতাবাস সময়ের দাবি।
রাষ্ট্রদূত মিখাইল কাস্কো এ বিষয়ে সম্মতি জানিয়ে বলেন, বিষয়টি অসম্ভব নয়, তবে দুই দেশের সরকারের সক্রিয় পদক্ষেপ প্রয়োজন। তিনি জানান, ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ বেলারুশ থেকে সবচেয়ে বেশি এমওপি সার আমদানি করত, তবে নিষেধাজ্ঞার কারণে সেই অর্থ পরিশোধ না হওয়ায় আমদানি বন্ধ রয়েছে।
উপদেষ্টা জানান, অন্যান্য দেশের মতো বেলারুশের পাওনাও দ্রুত পরিশোধের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চেয়ারম্যানকে প্রতিনিধিদের সঙ্গে আলোচনার নির্দেশ দেন তিনি।
বেলারুশের এক নাগরিককে বন্দি প্রত্যার্পণের বিষয়ে রাষ্ট্রদূতের অনুরোধে উপদেষ্টা বলেন, ওই ব্যক্তি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কোনো চুক্তি না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, তবে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ, অবৈধ অভিবাসন, বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন। রাষ্ট্রদূত উপদেষ্টাকে ঢাকায় অনুষ্ঠেয় বেলারুশের জাতীয় দিবসের আমন্ত্রণ জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কে. রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান প্রমুখ।
thebgbd.com/NA