ঢাকা | বঙ্গাব্দ

উন্নয়নের নামে প্রতারণা করেছে স্বৈরাচারী সরকার: রিজভী

  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই, ২০২৫
উন্নয়নের নামে প্রতারণা করেছে স্বৈরাচারী সরকার: রিজভী ফাইল ছবি

উন্নয়নের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার সাড়ে ১১টায় রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়িতে ক্যান্সার আক্রান্ত ভূজোপতি চাকমার পাশে দাঁড়াতে গিয়ে তিনি বলেন, “ফ্যাসিস্টদের আমলে জুলুম, নির্যাতন, গুম, খুন হয়েছে—কিন্তু উন্নয়ন হয়নি। পদ্মা সেতু নির্মাণের নামে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এটা উন্নয়ন নয়, ছিল দুর্নীতির কেন্দ্রবিন্দু। তাই জনগণ তাদের শক্ত হাতে দমন করেছে।”

তিনি আরও বলেন, দেশের প্রকৃত উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। দেশের মানুষ প্রতারিত হতে চায় না। আগামীর নেতৃত্ব তারা নিজেরাই নির্ধারণ করবে।

রিজভী বলেন, ঋতুপর্ণা চাকমার মতো উজ্জ্বল নক্ষত্রদের ফ্যাসিস্টরা আড়াল করতে চেয়েছিল। কিন্তু আমরা দেশের সোনার সন্তানদের সামনে আনব। যারা আন্দোলনে প্রাণ দিয়েছে, তারেক রহমান তাদের খবর রাখছেন, সহায়তা দিচ্ছেন, ঘরে ঘরে সহযোগিতা পৌঁছে দিচ্ছেন।

তিনি বলেন, জনগণ একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায়। অসুস্থ রাজনীতি করে কেউ চিরকাল ক্ষমতায় থাকতে পারেনি, পারবেও না।

এর আগে রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্যান্সার আক্রান্ত ভূজোপতি চাকমার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই লাখ টাকার সহায়তা তুলে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিন প্রমুখ।


thebgbd.com/NIT