জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া বুলাওয়ে টেস্টে ৩৬৭ রানে অপরাজিত থেকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড ভাঙার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডারের হাতে। তবে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর তিনি আর ব্যাটিংয়ে নামেননি এবং ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা দেন।
মুল্ডারের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইল মুল্ডারের সিদ্ধান্তকে ‘ভয় পেয়ে বোকার মতো ভুল’ বলে মন্তব্য করেছেন। গেইল বলেন, “৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা দিয়ে মুল্ডার লারার রেকর্ডকে সম্মান দেখাতে চেয়েছে, কিন্তু জীবনে টেস্টে ৪০০ রান করার সুযোগ একবারই আসে, সেটা হারানো দুঃখজনক।”
গেইল আরও বলেন, “মুল্ডার যদি কিংবদন্তি হতে চায়, তাহলে রেকর্ড গড়তেই হবে। কখনো ট্রিপল সেঞ্চুরি করা মুল্ডার জানে না আবার কখন এমন সুযোগ পাবে। তাই তাকে পুরোপুরি সুযোগটি কাজে লাগানো উচিত ছিল।”
তিনি মনে করেন, মুল্ডার হয়তো ভয় পেয়ে বুঝে ওঠা হয়নি কী করবে, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে। গেইল বলেন, “জিম্বাবুয়ের বিরুদ্ধে হয়তো মুল্ডার এক রানও করতে পারবে না, কিন্তু সেখানেই শতরান হওয়া বড় বিষয়। কার বিরুদ্ধে সেটা কেউ দেখবে না।”
টেস্টের এই নাটকীয় পরিস্থিতিতে ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন উইয়ান মুল্ডার ও ক্রিস গেইল।
thebgbd.com/NA