ঢাকা | বঙ্গাব্দ

সহজ আমলে রিজিক বৃদ্ধি

  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জুলাই, ২০২৫
সহজ আমলে রিজিক বৃদ্ধি ফাইল ছবি

রিজিক বা জীবিকার ব্যাপারটি প্রতিটি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ইসলাম ধর্মে রিজিক শুধু অর্থ-সম্পদ নয়, বরং জীবনের সব ধরণের উপকার-সুবিধাকেই রিজিক বলা হয়। রিজিক বৃদ্ধির জন্য ইসলাম নানা সহজ উপায় ও নির্দেশনা দিয়েছে, যা মানলে ব্যক্তি তার জীবনে বরকত এবং শান্তি অর্জন করতে পারে।


আত্মবিশ্বাস, পরিশ্রম ও নৈতিকতা রিজিক বৃদ্ধি করার অন্যতম পথ। ইসলামে কঠোর পরিশ্রমকে প্রশংসিত মনে করা হয়েছে, তবে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও তাকওয়া ছাড়া জীবনের কোনো সফলতা স্থায়ী হয় না। নিয়মিত সালাত আদায়, জাকাত প্রদান, এবং নিয়মিত দোয়া ও মোনাজাত রিজিকে বরকত আনতে সাহায্য করে।


সৎ পথে অর্জিত আয়ই প্রকৃত রিজিক। অবৈধ উপায় যেমন চুরি, লুটপাট, জুয়া বা অন্যায় পথে রিজিক অর্জন দীর্ঘমেয়াদে ক্ষতি ও অভিশাপ বয়ে আনে। তাই ইসলাম জোর দিয়ে বলেছে যে, সৎ পথে রিজিক অর্জন করতে হবে।


রোজা, নামাজ, দান, যাকাত ইত্যাদি ইবাদত রিজিকের ব্যাপারে আল্লাহর রহমত লাভের পথ। পিতা-মাতার সন্তুষ্টি অর্জন করাও রিজিকের বৃদ্ধি করে। অভিভাবকদের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তার সন্তানের রিজিক বাড়িয়ে দেন।


নিচুতেও বলা হয়েছে, পরিশ্রমের পাশাপাশি আল্লাহর সাহায্য ও নিয়ামত ছাড়া কোনো কাজ পূর্ণতা পায় না। তাই নিয়মিত কোরআন পাঠ ও তার অর্থ বোঝার চেষ্টা করলে মনের শান্তি ও রিজিক বৃদ্ধিতে সহায়তা পাওয়া যায়।


অতএব, সহজ আমলে অর্থাৎ দৈনন্দিন জীবনে সৎ ও ধার্মিক জীবনযাপন, নিয়মিত ইবাদত ও সদাচরণই রিজিক বৃদ্ধির সেরা উপায়। ইসলাম শেখায়, সবকিছু আল্লাহর ইচ্ছায় এবং তাঁর রহমতে সম্ভব, তাই বিশ্বাস ও ধৈর্য্য রেখে জীবনের সমস্ত প্রয়াস চালিয়ে যেতে হবে।


https://thebgbd.com/BYB