নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ১৫ বছর আগের তারেক রহমানের তুলনায় বর্তমানের তারেক অনেক বেশি পরিবর্তিত, পরিপক্ব ও যোগ্য নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “১৫ বছর আগে তার বক্তব্য শুনেছি, তাকে দেখেছি। এখনকার তারেক রহমান অনেক পরিণত ও আত্মবিশ্বাসী। এই পরিবর্তন আমাকে আশাবাদী করে তোলে।”
মান্না বলেন, “এ কথা শুনে অনেকেই বলবে, আমার কোনো স্বার্থ আছে। কিন্তু আমার কোনো দলীয় স্বার্থ নেই। আমি আওয়ামী লীগ থেকে বিদায় নিয়েছি, নিজে দল গঠন করেছি। সরকারি দলে যোগ দেওয়ার সুযোগ থাকলেও তা গ্রহণ করিনি।”
তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “তার মধ্যে এখন নম্রতা এসেছে, কিন্তু প্রয়োজনে কঠোর সিদ্ধান্তও নিতে পারেন। একজন প্রকৃত নেতার এমন ভারসাম্য থাকা জরুরি—যিনি একদিকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য, অন্যদিকে দৃঢ়চেতা।”
বিএনপির রাজনৈতিক সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মান্না। তিনি বলেন, “আমি বিএনপি করি না। তবে বিএনপির জয়ের সম্ভাবনা রয়েছে। আমি চাই বিএনপি অন্তত ২০০টি আসনে জয়ী হয়ে সংসদে যাক, আর বাকি ১০০টি আসন অন্য দলগুলোকে দিক। এতে একটি কার্যকর গণতান্ত্রিক ভারসাম্য গড়ে উঠবে।”
দেশ পরিবর্তনে দলগুলোকে নিজেদের বদলানোর পরামর্শ দিয়ে মান্না বলেন, “বিএনপিতে অনেক মেধাবী মানুষ রয়েছেন। যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে তাকে বুঝতে হবে—তিনি একক নেতৃত্বে যাবেন, নাকি সম্মিলিত নেতৃত্ব গঠন করবেন। দেশ বদলাতে হলে, নেতৃত্বকেও বদলাতে হবে।”
thebgbd.com/NIT