আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে প্রকাশিত হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। তবে এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিক আয়োজন থাকছে না—আগের বছরের মতো মন্ত্রী, প্রধান অতিথি কিংবা বোর্ড চেয়ারম্যানদের উপস্থিতিতে কোনো অনুষ্ঠান হচ্ছে না।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, “ফলাফল পুরোপুরি প্রস্তুত। টেকনিক্যাল যাচাই-বাছাই শেষ হয়েছে। সময়মতোই ফলাফল প্রকাশ করা হবে।”
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ছাত্রী এবং ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন ছাত্র। পরীক্ষাটি শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে।
thebgbd.com/NIT