নির্বাচনি প্রতীক হিসেবে শাপলা ফুলকে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও হতে পারে না।”
বুধবার (৯ জুলাই) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এর আগে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানিয়েছেন, শাপলা ফুলকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
সারজিস আলম তার পোস্টে লিখেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা, তারা—সবই জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি না হতে পারে, তাহলে অন্যগুলোকেও বাদ দিতে হবে।”
তিনি বলেন, “জাতীয় ফুল হিসেবে শাপলা প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল ইতোমধ্যে নির্বাচনি প্রতীক হিসেবে রয়েছে। যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা স্পষ্ট করে বলুন।”
এনসিপি নেতা সারজিস আলমের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের শাপলা বাতিলের সিদ্ধান্তের পেছনে যুক্তি থাকলেও এ নিয়ে প্রশ্ন তুলছে অনেক রাজনৈতিক সংগঠন।
thebgbd.com/NIT