ঢাকা | বঙ্গাব্দ

আসছে বিটচ্যাট, হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে পারবে?

ব্যতিক্রমী এই অ্যাপটি ইন্টারনেট কিংবা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই শুধু ব্লুটুথ-মেশ নেটওয়ার্ক ব্যবহার করে বার্তা আদান-প্রদানের সুযোগ দেবে।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ জুলাই, ২০২৫
আসছে বিটচ্যাট, হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে পারবে? ফাইল ছবি

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে নতুন এক যুগান্তকারী অ্যাপ ‘বিটচ্যাট’ নিয়ে এসেছেন টুইটারের (বর্তমানে এক্স) সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি। ব্যতিক্রমী এই অ্যাপটি ইন্টারনেট কিংবা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই শুধু ব্লুটুথ-মেশ নেটওয়ার্ক ব্যবহার করে বার্তা আদান-প্রদানের সুযোগ দেবে।


কীভাবে কাজ করে বিটচ্যাট?


বিটচ্যাট একটি সম্পূর্ণ বিকেন্দ্রীকৃত (decentralized) এবং পিয়ার-টু-পিয়ার (peer-to-peer) মেসেজিং অ্যাপ।


এতে ফোন নম্বর, ইমেইল, বা কেন্দ্রীয় সার্ভার প্রয়োজন হয় না।


কাছাকাছি থাকা ডিভাইসগুলোর মধ্যে ব্লুটুথের মাধ্যমে এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদান হয়।


ডিভাইসগুলো ব্লুটুথ চেইন বা মেশ নেটওয়ার্ক গঠন করে, যাতে বার্তাগুলো একাধিক হ্যান্ডসেট ঘুরে দূরবর্তী ব্যবহারকারীর কাছেও পৌঁছাতে পারে।


অ্যাপটির একটি বিশেষ অংশ হলো ‘ব্রিজ ডিভাইস’, যা ভিন্ন ভিন্ন ব্লুটুথ ক্লাস্টারকে সংযুক্ত করে নেটওয়ার্ক বিস্তৃত করে।


গোপনীয়তা ও নিরাপত্তা

প্রতিটি বার্তা শক্তিশালী এনক্রিপশনে সুরক্ষিত।


বার্তাগুলো কোনো সার্ভারে জমা হয় না, থাকে ব্যবহারকারীর ডিভাইসেই।


সময়ের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়, যা ডরসির গোপনীয়তাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।


এখনই ব্যবহার করা যাবে?

বিটচ্যাট এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।


ইচ্ছুক ব্যবহারকারীরা TestFlight-এর মাধ্যমে iOS ডিভাইসে ট্রায়াল ভার্সন ব্যবহার করতে পারবেন।


বিস্তারিত গঠন ও প্রযুক্তিগত দিক তুলে ধরা হয়েছে GitHub-এ প্রকাশিত হোয়াইটপেপারে।


এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ডরসি বলেন, এটি তার ব্যক্তিগত গবেষণা-ভিত্তিক একটি প্রকল্প, যেখানে মূল লক্ষ্য হলো গোপনীয়তা বজায় রেখে বিকল্প যোগাযোগের পথ তৈরি করা।


বিটচ্যাট প্রযুক্তিগত স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে—বিশেষত ইন্টারনেটবিহীন এলাকায়, সংকটময় পরিস্থিতি বা সেন্সরশিপপূর্ণ পরিবেশে যোগাযোগের বিকল্প মাধ্যম হিসেবে।


thebgbd.com/NIT