ঢাকা | বঙ্গাব্দ

সড়কে পড়ে ছিল ২ মোটরসাইকেল আরোহী

কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
  • | ২০ মে, ২০২৪
সড়কে পড়ে ছিল ২ মোটরসাইকেল আরোহী মো. আব্দুল্লাহ (২০) এবং মো. মোস্তফা (২১)

কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।


চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক মাহবুবুল হক ভূঁইয়া গণমাধ্যম কে জানিয়েছেন, রোববার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া সদরে মাতামুহুরী সেতুর উপর এ ঘটনা ঘটেছে।


নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকার ছিদ্দিক আহমদ মিস্ত্রির ছেলে মো. আব্দুল্লাহ (২০) এবং একই এলাকার মো. জিয়া উদ্দিনের ছেলে মো. মোস্তফা (২১)।


স্থানীয়দের বরাতে মাহবুবুল হক বলেন, রোববার মধ্যরাত ১২টার দিকে চকরিয়া উপজেলার মাতামুহুরী সেতুতে চট্টগ্রামমুখি দ্রুতিগতির অজ্ঞাত একটি গাড়ি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুই আরোহী গুরুতর আহত হন। পরে সড়কে চলাচলকারী অন্যান্য গাড়ির যাত্রী ও পথচারীরা আহতদের দেখতে পেয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।


হাইওয়ে পুলিশের এ পরিদর্শক জানান, নিহতদের চাপা দেওয়া গাড়িটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।