ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে হামাস গাজায় আটক ১০ জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। বুধবার হামাস জানিয়েছে, ‘আলোচনার অসুবিধা’ সত্ত্বেও তারা বাধা অতিক্রম করার জন্য কাজ করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রতিরোধ সংগঠনটি আরও বলেছে, ‘চলমান প্রচেষ্টার সাফল্য নিশ্চিত করার জন্য (হামাসের) প্রতিশ্রুতির কাঠামোর মধ্যে, তারা প্রয়োজনীয় নমনীয়তা প্রদর্শন করেছে এবং ১০ বন্দিকে (জিম্মি) মুক্তি দিতে সম্মত হয়েছে।’ হামাস এক বিবৃতিতে বলেছে, ‘মূল বিষয়গুলো আলোচনায় রয়েছে, বিশেষ করে সাহায্যের প্রবাহ, ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা।’
সূত্র: এএফপি
এসজেড