ঢাকা | বঙ্গাব্দ

মব সন্ত্রাসে মানব হত্যা: কোরআনের ভয়াবহ বার্তা

  • নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই, ২০২৫
মব সন্ত্রাসে মানব হত্যা: কোরআনের ভয়াবহ বার্তা ফাইল ছবি

আনে মানব জীবনের অমুল্যত্বের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। মব সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষের প্রাণহানি ইসলামের নীতির পরিপন্থী এবং এটি বড় ধরনের অপরাধ হিসেবে বিবেচিত। আল্লাহ তায়ালা বলেন, “যে কোনো ব্যক্তি একটি নিরীহ প্রাণ হত্যা করে, তাতে যেন সমগ্র মানবজাতি হত্যা করেছে” (সূরা মায়িদা: ৩২)।


এই আয়াত স্পষ্ট করে দেয়, মানুষের জীবন রক্ষা করা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। অকারণে কাউকে হত্যা করা বা ভয়ভীতি ছড়িয়ে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন এবং আল্লাহর কঠিন অভিশাপের কারণ। মব সন্ত্রাসের মাধ্যমে সমাজে অস্থিতিশীলতা ও অশান্তি সৃষ্টি করা শয়তানের কৌশল, যা মুসলমানদের দূরে থাকার নির্দেশ রয়েছে।


কোরআন ও হাদিসে শান্তি প্রতিষ্ঠা, ন্যায়বিচার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু তা কখনো অন্যায়ের হাত দিয়ে নিরীহ প্রাণ নাশ করার অনুমতি দেয় না। মব সন্ত্রাসীদের করণীয় নয়, বরং তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে।


সুতরাং, মব সন্ত্রাসে মানব হত্যা ইসলাম কঠোরভাবে নিন্দা করে এবং এর বিরুদ্ধে জোরালো সতর্কতা দেয়, যা মুসলিম সমাজের শান্তি ও সংহতির জন্য অপরিহার্য।


https://thebgbd.com/BYB