ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে ঢুকেছে একাধিক ‘র’ এজেন্ট, রাজেশ অগ্নিহোত্রী এখনো ঢাকায়

সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। জুলকারনাইন জানান, তিনি এইসব ‘র’ এজেন্টদের পাসপোর্ট নম্বরসহ বিস্তারিত তথ্য ফাঁস করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই, ২০২৫
বাংলাদেশে ঢুকেছে একাধিক ‘র’ এজেন্ট, রাজেশ অগ্নিহোত্রী এখনো ঢাকায় ফাইল ছবি

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান দাবি করেছেন, গত কয়েক মাসে বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর (RAW) উল্লেখযোগ্য সংখ্যক এজেন্ট প্রবেশ করেছে। তারা বাংলাদেশি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই (DGFI) এবং এনএসআইয়ের (NSI) সঙ্গে বৈঠকের চেষ্টা করেছে এবং প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। তবে, তিনি দাবি করেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কোনো ধরনের সমঝোতায় যায়নি।


সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। জুলকারনাইন জানান, তিনি এইসব ‘র’ এজেন্টদের পাসপোর্ট নম্বরসহ বিস্তারিত তথ্য ফাঁস করেছেন। কিন্তু তবুও বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি বলে অভিযোগ করেন তিনি।


তিনি আরও বলেন, “ঢাকায় ‘র’-এর স্টেশন চিফ হিসেবে যিনি দায়িত্বে আছেন, তার নাম রাজেশ অগ্নিহোত্রী। আমরা গত দুই বছর ধরেই তার উপস্থিতি ও কর্মকাণ্ড নিয়ে লিখে আসছি। বলা হয়ে থাকে, তিনি গত জাতীয় নির্বাচনে নানাভাবে প্রভাব রেখেছেন। তবুও এখনো তাকে দেশে রাখা হয়েছে।”


জুলকারনাইনের ভাষ্য অনুযায়ী, “হাসিনা সরকার বিদায় নিলেও রাজেশ অগ্নিহোত্রী এখনো একই পদে বহাল রয়েছেন।”


thebgbd.com/NIT