ঢাকা | বঙ্গাব্দ

যেসব আমলে গোনাহ মাফ হয়

  • নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই, ২০২৫
যেসব আমলে গোনাহ মাফ হয় ফাইল ছবি

ইসলামে আল্লাহর কৃপায় কিছু বিশেষ সময় ও অবস্থা রয়েছে, যখন গোনাহগুলো মাফ হয়ে যায়। প্রথমত, রমজানের পবিত্র মাসে সদকাহ, নামাজ ও ইবাদতে বিশেষ মনোযোগ দিলে অতীত গোনাহ ক্ষমা পাওয়া যায়। নবী করিম (সা.) বলেন, “যে ব্যক্তি রমজানে বিশ্বাস ও প্রত্যাশার সঙ্গে ইবাদত করে, তার পূর্ববর্তী সব গোনাহ মাফ হয়ে যায়।”


এছাড়া তাওবা (পূর্বাচার মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা) করলে আল্লাহ মহান ক্ষমাশীল। খোলা মন নিয়ে তাওবা করলে সমস্ত গোনাহ মোছা যায়। কখনো কোন ব্যক্তি অন্যকে জোরপূর্বক ক্ষমা করলে, সে সময়ও আল্লাহ দয়ালু হন।


তাহাজ্জুদ নামাজ, কোরআনের তিলাওয়াত, পবিত্র কাবার তাওফ, হজ্জ ও উমরাহ-এর সময় গোনাহ মাফ হওয়ার বড় আমল হিসেবে বিবেচিত। এছাড়া কষ্ট ও রোগে ধৈর্য ধরলে আল্লাহ তা মুক্তির সওয়াব দেন।


সুতরাং, এই বিশেষ সময় ও অবস্থা সদ্ব্যবহার করলে আল্লাহর দয়ায় গোনাহ মাফ হওয়ার আশ্বাস পাওয়া যায় এবং মুসলিম জীবনে নতুন দিকনির্দেশনা ও তাওবার সুযোগ সৃষ্টি হয়।


https://thebgbd.com/BYB