ঢাকা | বঙ্গাব্দ

ইউরোপে বিদ্যুতের প্রধান উৎস সৌর শক্তি

ইউরোপের কমপক্ষে ১৩টি দেশ সৌর শক্তির উৎপাদনের ক্ষেত্রে তাদের জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১১ জুলাই, ২০২৫
ইউরোপে বিদ্যুতের প্রধান উৎস সৌর শক্তি সৌর শক্তি।

জুন মাসে প্রথমবারের মতো সৌর শক্তি ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত হয়েছে। একটি জ্বালানি থিঙ্ক ট্যাঙ্কের বরাত দিয়ে বৃহস্পতিবার প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। ক্লিন এনার্জির পরিবর্তন নিয়ে গবেষণাকারী এম্বার গ্রুপ জানিয়েছে, জুন মাসে ইউরোপে বিদ্যুতের ২২ দমমিক ১ শতাংশ সৌর প্যানেল থেকে এসেছে। 


ব্রিটিশ-ভিত্তিক প্রতিষ্ঠানটির মতে, এটি পারমাণবিক শক্তি থেকে ২১ দশমিক ৮ শতাংশ এবং বায়ু টারবাইন থেকে ১৫ দশমিক ৮ শতাংশের চেয়ে এগিয়ে আছে। গ্যাসের পরিমাণ ১৪ দশমিক ৪ শতাংশ ও জলবিদ্যুৎ থেকে ১২ দশমিক ৮ শতাংশ।


এম্বার আরও বলেছে, কমপক্ষে ১৩টি দেশ সৌর শক্তির উৎপাদনের ক্ষেত্রে তাদের জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। ইউরোপের জন্য বায়ু বিদ্যুৎ উৎপাদনেও একটি নতুন রেকর্ড ছুঁয়েছে এবং কয়লা কখনও ইউরোপের বিদ্যুৎ উৎপাদনের এত কম অনুপাতের জন্য দায়ী ছিল না।  


এম্বার বলেন, কিন্তু বিদ্যুতের চাহিদা বৃদ্ধির পাশাপাশি, ২০২৫ সালের প্রথমার্ধে কয়লার ব্যবহার ২০২৪ সালের একই সময়ের তুলনায় এখনও বেশি। প্রথম ছয় মাসে বিদ্যুতের চাহিদা গত বছরের তুলনায় দুই শতাংশেরও বেশি।


সূত্র: এএফপি


এসজেড